নিজস্ব সংবাদদাতা: জব কার্ডে কাজ করেও টাকা মেলেনি শ্রমিকদের। সামগ্রিক উন্নয়ন হলেও শ্রমিকদের ক্ষোভ সামাল দেওয়াই এখন বড় চিন্তা বলে মনে করছেন ঘাটালের আজবনগরের মানুষেরা। ১নং গ্রাম পঞ্চায়েতের প্রধানের দাবি, ১০০ দিনের কাজে মজুরি না পেয়ে শ্রমিকদের ক্ষোভ রয়েছে। এই প্রকল্পে পঞ্চায়েতের পাওনা ২ কোটি টাকারও বেশি।
গত চার বছরে ১২ কোটি টাকার মজুরি যেমন পেয়েছেন শ্রমিকরা, তেমনই কাজও হয়েছে। কিন্তু বকেয়া এই ২ কোটি কবে পাবেন, সেই নিয়ে সংশয়ে ভুগছেন শ্রমিকরা।
ঘাটালে শ্রমিকদের মজুরি বকেয়া দুই কোটি

মতামত দিন