যোগীরাজ্য উত্তরপ্রদেশে চাকরির অভাব ভয়াবহ আকার ধারণ করেছে। সেরাজ্যের বিজেপি সরকার এ ব্যাপারে উদাসীন। তাই যুবসমাজের বড় অংশ ঝুঁকছে গিগের দিকে।
সম্প্রতি প্রকাশিত টাস্কমো গিগ ইনডেক্স অনুসারে উত্তরপ্রদেশ গত আর্থিক ত্রৈমাসিকে অন্য যে কোনো রাজ্যের তুলনায় ফ্রিল্যান্স কর্মীদের সংখ্যা সর্বোচ্চ রেকর্ড করেছে। পরিসংখ্যান অনুযায়ী উত্তরপ্রদেশ রাজ্যের ৭০ শতাংশের বেশি গিগ কর্মীদের বয়স ৩০ বছরের নিচে এবং ১৮-২৩ বছরের পড়ুয়াদের মধ্যে এই প্রবণতা সবচেয়ে বেশি।
শুধুমাত্র গত তিন মাসে ওই রাজ্যের ১০০০০-এরও বেশি কর্মী টাস্কমোতে সাইন আপ করেছেন। টাস্কমো হল নিয়োগকর্তা এবং ফ্রিল্যান্সারদের সংযোগকারী একটি অনলাইন প্ল্যাটফর্ম। এছাড়াও, এই প্ল্যাটফর্মে উত্তরপ্রদেশে ব্যবহারকারীর সংখ্যা ১০ গুণ বৃদ্ধি পেয়েছে যেখানে নিয়োগকারীদের কাছ থেকে চাহিদা ৩০ গুণ বৃদ্ধি পেয়েছে।
সূত্র- হিন্দুস্তান টাইমস
উত্তরপ্রদেশে চাকরির অভাব, যুবসমাজ ঝুঁকছে গিগের দিকে

মতামত দিন