আবার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটল গুগল। সূত্রের খবর, YouTube TV ও YouTube-এর মতো সোশ্যাল মিডিয়ার জন্য কর্মরত চুক্তি ভিত্তিক কর্মীদের বরখাস্ত করছে সুন্দর পিচাইয়ের নেতৃত্বাধীন গুগল।
এক প্রতিবেদনে বিজনেস ইনসাইডার জানিয়েছে, ‘এই পর্যায়ে সেই সমস্ত চুক্তি ভিত্তিক কর্মীদের বরখাস্ত করছে গুগল, যারা বেশিরভাগই গুগলের জন্য Cognizant এবং Accenture-এ কাজ করতেন। এই চাকরি ছাঁটাইয়ে সেই সকল চুক্তি ভিত্তিক কর্মীরা প্রভাবিত হবেন, যারা মূলত YouTube TV ও YouTube-র মতো সোশ্যাল মিডিয়াকে সাপোর্ট দেওয়ার কাজ করে এসেছে।’
জানা যাচ্ছে, Google-এর এই ছাঁটাই সবথেকে বেশি প্রভাবিত করবে অস্টিনের চুক্তি ভিত্তিক কর্মীদের। রিপোর্টে বলা হয়েছে, গুগলে কর্মী ছাঁটাই হবে, এই সম্পর্কিত বিষয়ে মাসের শুরুতে জানতে পেরেছিলেন কগনিজেন্ট কর্মীরা। কগনিজেন্ট থেকে কতজন কর্মীকে ছাঁটাই করবে গুগল, তা এখনও স্পষ্ট নয়। তবে, রিপোর্টে দাবি করা হয়েছে, এই পর্যায়ে Accenture-এ কর্মরত প্রায় ১২০-১৫০ জন কর্মী চাকরী হারাতে পারেন।
সূত্র- পিপলস রিপোর্টার
ইউটিউবে কর্মরত চুক্তি ভিত্তিক কর্মী ছাঁটাই করছে গুগল

মতামত দিন