গুগল ইন্ডিয়া ১২,০০০ জন কর্মচারীকে বরখাস্ত করার ঘোষণা করেছে। ছাঁটাই হওয়া কর্মীদের মধ্যে ৪৫৩ জন ভারতীয়। এর ফলে গুগলের বিশ্বব্যাপী কর্মশক্তির প্রায় ৬ শতাংশ প্রভাবিত হয়েছে। সংস্থার দাবি, সাম্প্রতিক মাসগুলোয় গুগল ভারতে একটি কঠিন সমস্যার মধ্যে গিয়েছে। শুধু ভারতে নয় সারা বিশ্বে গুগল থেকে ছাঁটাই করা হয়েছে।
উল্লেখ্য, এই ছাঁটাইয়ের বিরোধিতায় নিউইয়র্ক এবং ক্যালিফোর্নিয়ায় কর্মীরা বিক্ষোভ দেখান। ছাঁটাইয়ের প্রভাব ভারতেও পড়তে চলেছে। ভারতের যুবসমাজের হতাশা এই ঘটনায় বাড়বে বলেই অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন।
সূত্র – ইনক ৪২
ভারতের ৪৫৩ জন কর্মী ছাঁটাই করল গুগল

মতামত দিন