এবার গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটে কর্মী ছাঁটাই। এমনটাই দাবি করেছে ‘দ্য ইনফিরমেশন’-এর একটি প্রতিবেদন। চলতি মাসের শুরুর দিকে গুগল কোম্পানি কর্মী নিয়োগের ওপর স্থগিতাদেশ ঘোষণা করেছিল। প্রতিবেদন অনুযায়ী, অ্যালফাবেটে বর্তমানে প্রায় ১ লাখ ৮৭ হাজার তথ্যপ্রযুক্তি কর্মী নিযুক্ত রয়েছেন। এই ছাঁটাইয়ের খবরে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কর্মরত ভারতীয় তরুণ-তরুণীরা বিপাকে পড়েছেন। তাঁরা অনেকেই চাকরি হারানোর আশঙ্কায় হতাশ। গুগলের এই কর্মী ছাঁটাই যে ভারতের ওপরও ব্যাপক প্রভাব ফেলবে এ কথা বলা বাহুল্য।
প্রতিবেদন সূত্রে জানা গেছে, ২০২৩-এ গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট শীঘ্রই মার্কিন যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে কর্মী ছাঁটাই শুরু করবে। কাজের ক্ষেত্রে অদক্ষ কর্মীদের গুগল মোট কর্মীর ছয় শতাংশ অথবা ১০ হাজার জন পর্যন্ত ছাঁটাই করার পরিকল্পনা করছে বলে জানা গেছে।
সূত্র- উইও নিউজ
গুগল-এ ছাঁটাইয়ের কোপে পড়তে চলেছেন ১০ হাজার কর্মী

মতামত দিন