নিজস্ব সংবাদদাতা: বেকারির যন্ত্রণা ঘোচাতে রাজ্যে ৬ লক্ষাধিক শূন্যপদে স্বচ্ছতার সঙ্গে নিয়োগের দাবিতে ধর্মঘট করবেন সরকারি কর্মচারীদের একাংশ। মহার্ঘভাতার দাবিতেই শুধু নয়, সরকারি শূন্যপদে স্বচ্ছতার সঙ্গে নিয়োগের দাবিতেও ১০ মার্চ ধর্মঘটে যাচ্ছেন সরকারি কর্মচারীরা।
স্বচ্ছতার সঙ্গে নিয়োগের দাবিতে গান্ধিমূর্তির সামনে ধরনা পড়েছে ৭২১ দিনে। নিয়োগ দুর্নীতির জট কাটাতে কলকাতা হাইকোর্টে নাস্তানাবুদ হতে হচ্ছে রাজ্য সরকারকে। শূন্যপদে নিয়োগের দাবি আসলে এ রাজ্যে বেকার যুবক, যুবতীদের আন্দোলনের অন্যতম দাবি।
শূন্যপদে নিয়োগের দাবি নিয়ে রাজ্যজুড়ে ইতিমধ্যে আন্দোলন গড়ে তুলেছে ডিওয়াইএফআই-সহ বামপন্থী ছাত্র ও যুব সংগঠনগুলি। সরকারি কর্মচারীদের ধর্মঘটের দাবির মধ্যে যুক্ত হয়েছে রাজ্যের বেকার যুবক, যুবতীদের জীবন যন্ত্রণার দাবিও।
শূন্যপদে নিয়োগের দাবিতে শামিল সরকারি কর্মচারীরা

মতামত দিন