নিজস্ব সংবাদদাতা: জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় জনসংখ্যার অনুপাত ঠিক নেই। স্রেফ এই অজুহাতে পরিযায়ী শ্রমিকদের রেশন থেকে বঞ্চিত করা যাবে না। জানিয়েছে সুপ্রিম কোর্ট। আজ বিচারপতি এম আর শাহ এবং এহসানুদ্দিন আমানুল্লার ডিভিশন বেঞ্চ জানায় সব নাগরিকেরই কল্যাণমূলক প্রকল্পের সুযোগ-সুবিধা প্রাপ্য। সবাই তা পাচ্ছে কি না, তা দেখা সরকারের কর্তব্য।
বেঞ্চ জানায়, ‘ধরে নিচ্ছি, বেশ কয়েকজন এখনও খাদ্য সুরক্ষা আইনের সুবিধা পাচ্ছেন না। সেক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্য সরকারগুলোকে দেখতে হবে, যাতে তাঁরা রেশন কার্ড পান। খাদ্য সুরক্ষা আইনের আওতায় জনসংখ্যার অনুপাত ঠিক নেই, এই কারণে কাউকে রেশন থেকে বঞ্চিত করা যায় না। যাদের প্রয়োজন, সরকারেরই তাদের কাছে যাওয়া উচিত।
তাঁরা নির্মাণকর্মী, পরিযায়ী শ্রমিক, হকার, পরিচারক- পরিচারিকা। ২৪টি রাজ্য এবং তাদের শ্রম দপ্তরের সঙ্গে কেন্দ্রের প্রাথমিক তথ্যের আদানপ্রদান হয়েছে। জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের আওতায় ২০ কোটি সুবিধাভোগীর নাম নথিভুক্ত আছে ই-শ্রম পোর্টালে।
পরিযায়ী শ্রমিকদের রেশন থেকে বঞ্চিত করা যাবে না: সুপ্রিম কোর্ট

মতামত দিন