বেকারত্ব নিয়ে সংসদে মোদি সরকারের প্রশ্নোত্তর পর্ব এড়ানোর কৌশলকে আসলে ব্যর্থতা বলে অভিহিত করলেন জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। শুক্রবার কংগ্রেসের উচ্চ পর্যায়ের নেতাদের নিয়ে দলীয় মিটিং থেকে মোদি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন তিনি। কংগ্রেস সভাপতি আরও বলেন, “ভারত জোড়ো যাত্রার সাফল্যে বিজেপি আতঙ্কিত হয়ে পড়েছে। তাই তারা এই পদযাত্রাকে বন্ধ করে দিতে চায়”।
উল্লেখ্য, বিরোধীরা সংসদের শীতকালীন অধিবেশনে ১৬টি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করতে চাইলেও সরকার তাতে রাজি হচ্ছে না। কংগ্রেস সভাপতি বলেন, “এর থেকেই বোঝা যায় মোদি সরকার দেশ চালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে”। তাঁর কথায়, সুদিন না আসা পর্যন্ত কংগ্রেস তাদের লড়াই থামাবে না।
সূত্র – দ্য টাইমস অফ ইন্ডিয়া
মোদি সরকার বেকারত্ব নিয়ে প্রশ্নোত্তর এড়াচ্ছে, বললেন মল্লিকার্জুন খাড়গে

মতামত দিন