বেকারত্বের বাজারে নিয়োগ দুর্নীতিতে বিধ্বস্ত রাজ্য সরকার। এবার এসএসসি দুর্নীতিতে নাম জড়াল খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের। শুক্রবার হাইকোর্টের নির্দেশে চাকরি গেল মুখ্যমন্ত্রীর ভাইঝি বৃষ্টি মুখোপাধ্যায়ের। এ নিয়ে জেলাজুড়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রভাব খাটিয়ে ওই চাকরি পাইয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ বিরোধীদের। নবম-দশম এবং গ্রুপ ডি’র পর এবার হাইকোর্টের নজরে গ্রুপ সি। ওই পদের চাকরিতে ওএমআর শিটে ৯০ শতাংশ কারচুপি করা হয়েছে বলে হাইকোর্ট জানতে পেরেছে।
বোলপুর হাইস্কুলে ক্লার্কের চাকরি পেয়েছিলেন বৃষ্টি। ওই স্কুলের প্রধান শিক্ষক পুলক আচার্য বলেন, “নিয়মিত স্কুলে আসত না। দু-তিন স্কুলে এসেছে। কোনও কাজ করত না। স্কুলে এসে বসে থাকত। দেখে অস্বাভাবিক লাগত। তারপর হঠাৎ ইস্তফা না দিয়ে চলে যায়”।
সূত্র – উত্তরবঙ্গ সংবাদ
ভুয়ো নিয়োগ! চাকরি বাতিল হল মুখ্যমন্ত্রীর ভাইঝির

মতামত দিন