নিজস্ব সংবাদদাতা: গ্রুপ-সি পদে নিয়োগের আরও ৩ হাজার ৪৭৮ জনের ভুয়ো নম্বরের তালিকা প্রকাশ করেছে এসএসসি। গত শুক্রবার গ্রুপ-সি পদে ৮৪২ জনের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। চাকরি বাতিল হওয়া শিক্ষাকর্মীদের একটি অংশ সোমবার ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেছেন। এই বাতিল হওয়া শিক্ষাকর্মীদের মধ্যে ৭৮৫ জনের তালিকাও এসএসসি আদালতকে দিয়েছিল।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে এই প্রার্থীদের চাকরি বাতিল হয়েছে। ৮৪২ জনের মধ্যে এসএসসি-র সুপারিশ ছাড়া সরাসরি ৫৭ জনকে নিয়োগপত্র দিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। গ্রুপ-সি পদে শিক্ষাকর্মীদের ভুয়ো ৩৪৭৮ জনের যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে সমস্ত প্রার্থীই ফেল করেছিলেন। এঁদের সিংহভাগ প্রার্থী ১০ নম্বরের কম পেয়েছেন।
উল্লেখ্য, শূন্য পেয়েছেন এমন প্রার্থীদের তালিকাও দীর্ঘ। তবে এই শূন্য অথবা ১ পাওয়া প্রার্থীদের নম্বর বেড়ে ৫৬ এবং ৫৭ হয়েছে। তালিকায় রয়েছেন আবদুল মান্নান সরকার, যিনি শূন্য পেলেও নম্বর বেড়ে হয়েছে ৫৭। অভিষেক মাইতি নামের এক ব্যক্তির নম্বর শূন্য থেকে বেড়ে ৫৬ হয়েছে। এসএসসি এই তালিকা প্রকাশ হওয়ার পরই রাজ্য শিক্ষাকর্মীদের একটি বিরাট অংশ চাকরি হারানোর আশঙ্কায়।
তিন হাজারের বেশি ভুয়ো নম্বরের তালিকা প্রকাশ করল এসএসসি

মতামত দিন