গুজরাতে চাকরির পরীক্ষা শুরুর মুখে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল। পঞ্চায়েতের জুনিয়র ক্লার্ক নিয়োগ পরীক্ষা পিছিয়ে গেল এই ঘটনায়।
এই অপরাধে জড়িত সন্দেহে ১৫ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে গুজরাত এসটিএস। ধৃতদের মধ্যে পাঁচজন গুজরাতের বাসিন্দা। এই ঘটনার জেরে পিছিয়ে গেল পরীক্ষা। পরবর্তী সময়ে পরীক্ষার দিন ঘোষণা করবে বলে জানিয়েছে পঞ্চায়েত সার্ভিস সিলেকশন বোর্ড।
এই পরীক্ষায় নয় লক্ষ পঞ্চাশ হাজার আবেদন জমা পড়েছিল ১১৮১টি পদের জন্য। পরীক্ষা বাতিল হবার পর বহু পরীক্ষার্থী ক্ষোভে ফেটে পড়েছেন।
সূত্র – আনন্দবাজার পত্রিকা
গুজরাতে চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস

মতামত দিন