গুজরাত বিধানসভা নির্বাচনের আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গোধরা পরিদর্শন করেন। বিজেপির তরফ থেকে দাবি করা হয় গোধরাবাসী রাজ্যের উন্নয়নে আশাবাদী। কিন্তু গুজরাতের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী আম আদমি পার্টির মুখ ইসুদান গাধভি বলেন যে বেকারত্ব গুজরাটের যুবকদের উপর কঠোর আঘাত করেছে এবং তিনি একজন সাংবাদিক হিসাবে গত ১০ বছর ধরে রাজ্য জুড়ে ভ্রমণ করেছেন এবং সমস্যাটি সম্বন্ধে বুঝতে পেরেছেন।
প্রসঙ্গত, এ বছর গুজরাত নির্বাচনে লড়াই আর দ্বিমুখী নয় ত্রিমুখী। এর কারণ শুধু বিজেপি বা কংগ্রেস নয় আম আদমি পার্টিও গুজরাত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।
সূত্র – টাইমস নাও
গুজরাত নির্বাচনে বেকারত্বই মূল হাতিয়ার: আপ-এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ইসুদান গাধভি

মতামত দিন