নিজস্ব সংবাদদাতা: ছাত্র-ছাত্রীদের পড়াশোনার জন্য সরকারের তরফ থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ব্যবস্থা করা হয়। শর্ত থাকে পড়াশোনার জন্য ঋণ প্রাপ্তির পর ৪ শতাংশ হারে সুদ দেবেন ছাত্র ছাত্রীর অভিভাবকরা, বাকি ৫ শতাংশ সুদের দায়িত্ব রাজ্য সরকারের ওপর। এমনকি পড়াশোনার শেষে চাকরি পাওয়ার পর ঋণের টাকা মেটানোর সময়সীমা ১৫ বছর। অথচ অভিযোগ উঠেছে ক্রেডিট কার্ডের ঋণের ৯ শতাংশই অভিভাবকদের ব্যাংক একাউন্ট থেকে নেওয়া শুরু হয়েছে এবং ১৫ বছরের অপেক্ষা না করেই দিন নেওয়ার কিছু মাস পর থেকেই নয় শতাংশ হারে সুদ কাটা শুরু হয়েছে।
অভিভাবকদের কাছ থেকে মৌখিক অভিযোগ শোনার পর শিক্ষা দপ্তরের জেলা আধিকারিকরা লিখিত অভিযোগ জমা নিয়েছেন। নবান্ন -এর তরফে জানানো হয়েছে ঘটনাটি তদন্তনাধীন।
স্টুডেন্টস ক্রেডিট কার্ডে সুদ গুনছেন অভিভাবকরা

মতামত দিন