সারা বিশ্বে চলছে অর্থনৈতিক মন্দা। এর মধ্যে বিভিন্ন সংস্থা কর্মী ছাঁটাই শুরু করেছে। অ্যামাজন কোম্পানিতে ভারত-সহ বিশ্বজুড়ে ইতিমধ্যেই বহু কর্মীকে ছাঁটাই করা হয়েছে। অ্যামাজন ঠিক করেছে ভারতে আরো এক হাজার জনকে ছাঁটাই করবে। অ্যামাজনের কর্মী গুরুগ্রামের ওমপ্রকাশ শর্মা নামে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাজ ১১ জানুয়ারি চলে যায়। তিনি সেখানে সিনিয়র ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার ছিলেন। তাঁর বাবার মৃত্যুর কয়েক মাসের মধ্যে কাজটি হারান।
এছাড়া আইআইটি মান্ডির একজন স্নাতকের অ্যামাজন থেকে চাকরি যায়। তার নাম হর্ষ। তিনি একজন সফটওয়্যার ডেভলপমেন্ট ইঞ্জিনিয়ার। অ্যামাজনের সিইও অ্যান্ডি জ্যাসি জানান, কোম্পানির অনেকগুলো বিভাগকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে যাতে আর কাউকে এই কঠিন অবস্থায় না পড়তে হয়।
সূত্র- এনডিটিভি
ভারতে আরও এক হাজার কর্মী ছাঁটাই করছে অ্যামাজন

মতামত দিন