নিজস্ব সংবাদদাতা: সারা পশ্চিমবঙ্গে প্রায় ৮২০০ র বেশি সরকারি বিদ্যালয় বন্ধ করে দেওয়া, এসএসসি, পিএসসি, প্রাথমিক সহ সমস্ত স্তরের শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগে চরম দুর্নীতি, স্বচ্ছ নিয়োগ, আসন্ন পঞ্চায়েত ও পৌর নির্বাচনে পুলিশ প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা পালনের দাবিতে শুক্রবার হলদিয়া মহকুমা কার্যালয়ে বিক্ষোভ মিছিল সহকারে ডেপুটেশন দেওয়া হয়। বামপন্থী ছাত্র যুব সংগঠনের উদ্যোগে প্রতিবাদ মিছিল গিরিশ মোড় থেকে দুর্গাচক বাজার পরিক্রমা করে মঞ্জুশ্রী মোড়ের কাছে মহকুমা শাসকের কার্যালয় গেটে ‘পৌঁছালে পুলিশ ব্যারিকেড করে আটকায়।
ছাত্র-যুবদের তীব্র প্রতিবাদ ও মুখরিত স্লোগানে উত্তাল ছাত্র যুবদের প্রতিনিধি দলকে মহকুমা শাসকের কাছে যাওয়ার অনুমতি দিতে বাধ্য হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ডিওআইএফআই জেলা সম্পাদক ইব্রাহিম আলি, সুকুমার মৈশাল, নজরুল ইসলাম, এআইওয়াইএস নেতা গৌরাঙ্গ কুইলা, এআইএসএফ নেতা বিক্রম বাহাদুর মণ্ডল, সাবির আলি শা। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন আক্তার হোসেন।
স্বচ্ছ নিয়োগের দাবি যুবদের

মতামত দিন