হুগলির বলাগড়ের সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় আদালতের নির্দেশে প্রতাপ ঘোষের চাকরি গিয়েছে দিন কয়েক আগে। এর মধ্যে রবিবার তাঁর স্ত্রীর ঝুলন্ত দেহ ঘর থেকে উদ্ধার হয়েছে। প্রতাপ গ্রুপ ডি পদে চাকরি পেয়েছিলেন। সম্প্রতি হাইকোর্টের নির্দেশে গ্রুপ ডি কর্মচারীদের চাকরি বাতিল হয়।
তবে অভিযোগ ওঠে, প্রতাপের স্ত্রী মৌমিতাকে খুন করা হয়েছে। মৌমিতার দাদা জানান স্বামী ও স্ত্রীর মধ্যে আগেও ঝামেলা হত। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপান-উতোর শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির মধ্যে। ঘটনার জন্যে বর্তমান সরকারকে দায়ী করা হয়েছে।
সূত্র – আনন্দবাজার পত্রিকা
স্বামীর চাকরি গিয়েছে, স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার

মতামত দিন