সোমবার থেকে শুরু হওয়া হরিয়ানা বিধানসভার শীতকালীন অধিবেশন উত্তপ্ত হওয়ার সম্ভাবনা আছে। বিরোধীরা হরিয়ানার আইন-শৃঙ্খলা এবং বেকারত্ব ইস্যুতে সুর চড়াবেন বলে সূত্রের খবর।
হরিয়ানার বিরোধী দলনেতা ভূপিন্দর সিং হুডা জানান সেরাজ্যে এখন ১.৮২ লাখ সরকারি পদ শূন্য পড়ে আছে। কিন্তু বিজেপি শাসিত সরকারের সেই বিষয়ে কোনও ভ্রূক্ষেপ নেই। এই অবস্থায় হরিয়ানার বেকার যুবক-যুবতীরা হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন।
হরিয়ানা সরকারের এই উদাসীনতার বিরুদ্ধেই বিধানসভায় সুর চড়াবেন বিরোধীরা। বেকারত্বের সঙ্গে সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি ঘটেছে হরিয়ানায়। সেই ইস্যুতেও বিধানসভা সরগরম হওয়ার সম্ভাবনা আছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
সূত্র – নিউজ ১৮
হরিয়ানায় বেকারত্ব ইস্যুতে সুর চড়াচ্ছেন বিরোধীরা

মতামত দিন