হরিয়ানার পঞ্চকুলায় খেলোয়াড়রা সোমবার একটি বিক্ষোভ সংগঠিত করেন। তাঁদের দাবি, সব বিভাগে খেলোয়াড়দের ৩ শতাংশ চাকরির কোটা সরকারকে নিশ্চিত করতে হবে। খেলোয়াড়রা সেক্টর ৫-এ জড়ো হয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে তাঁদের পদযাত্রা শুরু করেন। তবে চণ্ডীগড় সীমান্তে পুলিশ তাঁদের বাধা দেয়। এরপর ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে দেখা করতে খেলোয়াড়দের একটি প্রতিনিধি দলকে নিয়ে যাওয়া হয়। বিক্ষোভকারীরা বলেন যে হরিয়ানা সরকার গ্রুপ-সি নিয়োগে ৩ শতাংশ যোগ্য ক্রীড়া কোটা শুধুমাত্র তিনটি বিভাগে সীমাবদ্ধ করেছে।
এর পরিপ্রেক্ষিতে গত বছরের ২৪ নভেম্বর মুখ্যসচিবের তরফে একটি চিঠি দেওয়া হয়েছিল। চিঠিতে বলা হয়েছে, সিইটির মাধ্যমে নিয়োগ হবে এবং স্পোর্টস কোটার গ্রুপ-সি-তে কোনো পদ থাকবে না। পরোক্ষভাবে ক্রীড়া কোটা উচ্ছেদ করার জন্য তা শুধুমাত্র তিনটি বিভাগে সীমাবদ্ধ ছিল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। খেলোয়াড়রা সব বিভাগে ৩ শতাংশ কোটা কার্যকর করার দাবি জানান। ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে খেলোয়াড়দের প্রতিনিধি দলের বৈঠকে তাঁদের আশ্বস্ত করার পরে তাঁরা বিক্ষোভ প্রত্যাহার করেন।
সূত্র- দ্য ট্রিবিউন
হরিয়ানায় চাকরির দাবিতে খেলোয়াড়দের বিক্ষোভ

মতামত দিন