বেকারত্বের সমস্যা দেশে ক্রমশ বাড়ছে। সারা দেশ জুড়েই বেকারত্ব নিয়ে আন্দোলন চলছে। বেকারত্বের বিষয়ে হরিয়ানার যুবকরা নতুনভাবে এক আন্দোলনের কথা ভেবেছেন। বিয়ের সাজে সেজে বেকার যুবকেরা হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহার লাল খাট্টারের বাসভবনের সামনে দিয়ে ড্রাম বাজাতে বাজাতে যান।
এই ঘটনায় পথচারীরা আকৃষ্ট হন। রাজ্যের যুবকরা বেকার থাকার জন্য তারা বিয়ে করতে পারছেন না। এটাই এই অভিনব আন্দোলনের মধ্যে উঠে আসে। প্রতিবাদটি আম আদমি পার্টির নেতা নবীন জয়হিন্দের সমর্থনে করা হয়।
সূত্র – ডেকান হেরাল্ড
হরিয়ানায় বেকারত্বের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ

মতামত দিন