নিয়োগের চূড়ান্ত বাছাই তালিকা প্রকাশের দাবিতে বৃহস্পতিবার শ্রীনগরে চিকিৎসা ক্ষেত্রের চাকরিপ্রার্থীরা বিক্ষোভ করেন। চাকরিপ্রার্থীরা অভিযোগ করেন ২০২১ সালের মার্চ মাসে জেকেএসএসবি’র মাধ্যমে বিভিন্ন বিভাগে ১৪০০ টিরও বেশি শূন্যপদের বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। যদিও এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে, এখনও পর্যন্ত চূড়ান্ত বাছাই তালিকা প্রকাশ হয় নি।
চিকিৎসা ক্ষেত্রের চাকরিপ্রার্থীরা মনে করেন এটি তাঁদের কেরিয়ার নষ্ট করার একটি চক্রান্ত। ইয়াসির আহমেদ নামের একজন চাকরিপ্রার্থী বলেন, “আমরা এই পদগুলিতে আমাদের জীবিকার আশা দেখেছি এবং কঠোর পরিশ্রম করেছি। কিন্তু, আমাদেরকে কষ্ট দেওয়া হয়েছে। আমরা প্রতিবাদ করতে বাধ্য হচ্ছি এবং কর্তৃপক্ষের কেউ এই বিষয়ে আমাদের সঙ্গে কথা বলছে না”। তাঁরা জানান, চিকিৎসা ক্ষেত্রে নিয়োগের চূড়ান্ত তালিকা অবিলম্বে প্রকাশ না পেলে তাঁরা আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন।
সূত্র – গ্রেটার কাশ্মীর
চিকিৎসা ক্ষেত্রে নিয়োগের দাবিতে শ্রীনগরে আন্দোলন

মতামত দিন