নিজস্ব সংবাদদাতা: রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্থান ইনসেকটিসাইডসের লিমিটেডের(এইচআইএল) কেরালা এবং পাঞ্জাবের দুটি প্ল্যান্ট বন্ধ করে দিচ্ছে কেন্দ্র। শুক্রবার সারও রসায়ন মন্ত্রী ভগবন্ড খুবা প্রশ্নের লিখিত জবাবে একথা জানান। তিনি বলেন, এইচআইএল লোকসানে চলায় তার দুটি প্ল্যান্ট বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেরালায় উদ্যোগমণ্ডলের এবং পাঞ্জাবের ভাতিন্ডা এই দু’টি প্লান্ট বন্ধ করে দেওয়া হচ্ছে। এইচআইএলে কৃষিতে ব্যবহৃত কীটনাশক উৎপাদন হয়। সম্প্রতি কীটনাশক উৎপাদন খরচ বেড়ে চলায় উৎপাদিত পণ্যের দাম বেড়েছে। এতে চাহিদা কমেছে। তাতে লোকসান বেড়ে চলায় দু’টি প্ল্যান্ট বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে।
এইচআইএল-এর দু’টি প্ল্যান্ট বন্ধ করছে কেন্দ্র

মতামত দিন