রবিবার হিমাচলের মান্ডিতে সিটু এবং এইচকেএসের রাজ্য স্তরের একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে আগামী ৫ এপ্রিল কেন্দ্রের কৃষক এবং শ্রমিক নীতির বিরোধিতায় সংসদ অভিযানের ডাক দেওয়া হয়। এই সমাবেশ থেকে চারটি শ্রম আইন প্রত্যাহার করা-সহ বিদ্যুৎ বিল সংশোধনের দাবিও জানানো হয়। এছাড়াও শ্রমিকদের ২৬ হাজার টাকা ন্যূনতম মজুরি এবং ১০ হাজার টাকা পেনশনের দাবিও তোলা হয়। কৃষকদের জন্য সব শস্যের ওপর ন্যূনতম সহায়ক মূল্য প্রদান এবং তাঁদের ঋণমুকুবের দাবিও জানানো হয়।
রবিবার এই সমাবেশে সিটুর রাজ্য সভাপতি বিজেন্দ্র মেহেরা এবং এইচকেএসের রাজ্য সভাপতি কুলদীপ সিং তানোয়ার সভাপতিত্ব করেন।
সূত্র- এএনআই
শ্রমিকদের দাবি নিয়ে হিমাচল থেকে সংসদ অভিযানের ডাক

মতামত দিন