হিমাচলপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে মূল ইস্যু হতে চলেছে বেকারত্ব, পুরোনো পেনশন স্কিম, জলের ঘাটতি-সহ অন্যান্য জরুরি বিষয়গুলি। বিজেপির জনবিরোধী নীতির ফল ভুগতে হচ্ছে ভারতের জনগনকে। হিমাচলপ্রদেশও তার ব্যাতিক্রম নয়। তথাকথিত উন্নয়নের জাঁতাকলে পড়ে শ্রমিক, চাষিদের অবস্থা সঙ্কটজনক। এর মধ্যেই আসছে হিমাচলপ্রদেশের নির্বাচন।
দেশে বেকার যুবক-যুবতীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রসঙ্গত, চলতি বছরে হিমাচলপ্রদেশে বেকারত্বের হার ৯.২ শতাংশ। যেখানে দেশে বেকারত্বের গড় হার ৭.৬ শতাংশ। অন্য একটি সমীক্ষায় দেখা গেছে হিমাচলপ্রদেশে মোট কর্মহীন মানুষের সংখ্যা ১৫ লাখ।
আগের নির্বাচনে কংগ্রেস-বিজেপি দ্বৈরথ দেখা গেলেও এবারের ভোটে তৃতীয় শক্তি হিসাবে উত্থান ঘটেছে আপের। ফলত লড়াই ত্রিমুখী হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। যদিও, কংগ্রেস ইতিমধ্যেই তাদের নির্বাচনী ইস্তেহারের মাধ্যমে বলেছে, ক্ষমতায় এলে ১ লাখ যুবক-যুবতীকে সরকারি চাকরি দেওয়া হবে। পাশাপাশি বিবাহযোগ্য মহিলাদের প্রতি মাসে ১৫০০ টাকা ভাতা দেওয়ার কথাও তারা ঘোষণা করেছে।
সূত্র- জি নিউজ
হিমাচলপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে বেকারত্ব ইস্যু নিয়ে সুর চড়াচ্ছেন বিরোধীরা

মতামত দিন