হিমাচল প্রদেশে আসন্ন নির্বাচন উপলক্ষে বিরোধীদের মূল ইস্যু বেকারত্ব। হিমাচল প্রদেশে বেকারের সংখ্যা ২.০৪ লাখ, তার মধ্যে ১.৭৬ লাখ মানুষের বয়স সীমা ২০-২৯ বছর। সুতরাং বেকার মানুষের সিংহভাগই তরুণ প্রজন্ম। এই পরিসংখ্যান থেকে বোঝা যায় হিমাচল প্রদেশে তরুণ প্রজন্ম আর বর্তমান রাজ্য সরকারকে প্রয়োজনীয় বলে মনে করছেন না।
হিমাচল প্রদেশের ভোটারদের জন্য জনগণ কী সবচেয়ে বড় সমস্যা বলে মনে করছে সে বিষয়ে সম্প্রতি তিনজন শিক্ষাবিদ একটি অনলাইন সমীক্ষা চালালে, ১০০২ জন উত্তরদাতাদের মধ্যে ৩৯ শতাংশ বেকারত্ব বলেছিলেন। যদিও ৩৫ শতাংশ জানান মুদ্রাস্ফীতি ছিল সবচেয়ে বড় উদ্বেগের কারন, যখন ১০ শতাংশ বর্তমান সরকারের প্রয়োজনীয়তা স্বীকার করেছে।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস এবং আম আদমি পার্টি-সহ বিরোধী দলগুলি রাজ্যে বর্তমান ভারতীয় জনতা পার্টি সরকারকে কোণঠাসা করার প্রয়াসে বেকারত্বের সমস্যা একাধিকবার উত্থাপন করেছে।
সূত্র- দ্য ওয়্যার
আসন্ন নির্বাচনে হিমাচল প্রদেশের ভোটারদের মূল ইস্যু বেকারি

মতামত দিন