টি ট্যুরিজমের নামে চা বাগানের জমির আইন পরিবর্তন করে জমির একটি অংশ বৃহৎ শিল্প গোষ্ঠীর হাতে তুলে দিতে চাইছে সরকার। এই আইন অবিলম্বে বাতিল করতে হবে। জোরালো দাবি নিয়ে জলপাইগুড়ি সদর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দফতর ঘেরাও করে বিক্ষোভ দেখালেন চা শ্রমিকদের একাংশ। এদিন ভূমি সংস্কার দফতরে একটি ডেপুটেশনও জমা দেন আন্দোলনকারীরা।
বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ি সদর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দফতর সামনে মিছিল করে হাজির হয় চা শ্রমিকদের জয়েন্ট ফোরামের সদস্যরা। চা বাগানের জমির আইন পরিবর্তন নিয়ে প্রতিবাদ জানাতে থাকেন তাঁরা। একইসঙ্গে চা সুন্দরী প্রকল্পের নামে দেড় কাঠা জমিতে বাড়ি নির্মাণের কাজেও সন্তুষ্ট নয় জয়েন্ট ফোরামের চা শ্রমিক সদস্যরা। তাঁদের দাবি, যুগ যুগ ধরে যেই সব চা শ্রমিকদের বসত ভিটায় যার দখলে যতখানি জমি রয়েছে সেই জমির পাট্টা দিতে হবে।
সূত্র- এই সময়
টি ট্যুরিজম নীতি বাতিলের দাবি, জলপাইগুড়িতে বিক্ষোভ চা শ্রমিকদের

মতামত দিন