নিজস্ব সংবাদদাতা: ন্যায্য কাজের ন্যায্য ভাতা চাই। আইসিডিএস প্রকল্পকে বেসরকারিকরণ করার সরকারি চক্রান্তের বিরুদ্ধে, অঙ্গনওয়াড়ি কর্মীদের “কলুর বলদের মতো” ব্যবহার করা অমানবিক সরকার ও তার প্রশাসনের বিরুদ্ধে সংগ্রাম, অধিকার ও দাবি আদায়ের লড়াই তীব্র করার বার্তা নিয়ে পশ্চিমবঙ্গের অঙ্গনওয়াড়ি কর্মী সমিতির ডাকা মিছিল ব্যাপক সাড়া ফেলেছে পশ্চিম মেদিনীপুরে।
ওই দিন সমস্ত কর্মী এক করে কেন্দ্র ও রাজ্য সরকারের বঞ্চনার বিরুদ্ধে আপসহীন লড়াই তীব্র করার শপথ নেন। মেদিনীপুরে কৃষক ভবনে সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের রাজ্য সম্পাদক শীলা মণ্ডল।
ন্যায্য ভাতার দাবি জানালেন অঙ্গনওয়াড়ি কর্মীরা

মতামত দিন