সম্প্রতি ‘সেন্টার ফর মনিটারিং ইন্ডিয়ান ইকনমি’ (সিএমআইই) ডিসেম্বর মাসের যে পরিসংখ্যান প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে, সেই মাসে গোটা দেশে বেকারত্বের হার ছিল ৮.৩ শতাংশ। নভেম্বরে এই হারটিই ছিল ৮ শতাংশ। পরিসংখ্যান অনুযায়ী গত ১৬ মাসের মধ্যে বেকারত্বের হার ভারতে এই ডিসেম্বরে সর্বোচ্চ বলে দাবি করা হয়েছে সমীক্ষায়।
সমীক্ষক সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, দেশের শহরগুলিতে বেকারত্বের হার ৮.৯৬ শতাংশ থেকে বেড়ে ডিসেম্বরে ১০.০৯ শতাংশ হয়েছে। গ্রামে বেকারত্বের হার অবশ্য কিঞ্চিৎ কমেছে। নভেম্বরে গ্রামে যেখানে বেকারত্বের হার ছিল ৭.৫৫ শতাংশ, ডিসেম্বরে সেই হারটিই কমে হয়েছে ৭.৪৪ শতাংশ। যদিও সামগ্রিক পরিস্থিতি আশাব্যঞ্জক নয় বলেই জানিয়েছে সমীক্ষক সংস্থাটি।
সূত্র – আনন্দবাজার পত্রিকা
ডিসেম্বরে বেকারত্বের হার দেশে ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ

মতামত দিন