নিজস্ব সংবাদদাতা: আমেরিকা ও ইউরোপে একের পর এক বড় বড় ব্যাঙ্ক দেউলিয়া হয়ে যাওয়ায় তার প্রভাব পড়ছে ভারতে। কমছে ভারতে রপ্তানির হার। এদিকে আমদানির তুলনায় রপ্তানি বিপুল হারে কমে যাওয়ায় বাণিজ্য ঘাটতি বাড়ছে। বাণিজ্য মন্ত্রক সূত্রে খবর, গত আর্থিক বর্ষ (এপ্রিল, ২০২২ থেকে মার্চ, ২০২৩) রপ্তানির পরিমাণ ছিল ৪০ হাজার ৫৯০ কোটি ডলার। বৃদ্ধি হার ছিল মাত্র ৭.৬ শতাংশ। অন্যদিকে আমদানি ছিল ৬৫ হাজার ৩৫০ কোটি ডলার, যার বৃদ্ধির হার ছিল ১৮.৮ শতাংশ, রপ্তানি বৃদ্ধির প্রায় আড়াই গুণ। এতে ভারতের বাণিজ্যে ঘাটতির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে মোট ২৪ হাজার ৭৫০ কোটি ডলার।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সম্প্রতি ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে বড় বড় বাণিজ্যিক ব্যাঙ্ক শেয়ার ধসে গিয়ে দেউলিয়া হয়ে যাওয়াতেই ক্রমশ রপ্তানির বাজার হারাচ্ছে ভারত। এতে বিপুল হারে কমছে রপ্তানির হার। যেভাবে পর পর বড় বাণিজ্যিক ব্যাঙ্ক ডুবতে চলেছে, তাতে বাণিজ্যের বাজারে এই সঙ্কট আরও বাড়বে বলেই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
বিশ্বজুড়ে দেউলিয়া ব্যাঙ্ক, রপ্তানি কমছে ভারতের

মতামত দিন