বৃহস্পতিবার রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট অভিযোগ করেন যে আকাশছোঁয়া মুদ্রাস্ফীতি এবং ক্রমবর্ধমান বেকারত্ব ভারতের জনগণের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। রাজস্থানের জয়পুরে আসন্ন উপনির্বাচনে কংগ্রেসে প্রার্থীর প্রচারে একটি প্রকাশ্য সমাবেশ থেকে গেহলট এই মন্তব্য করেন। বিজেপি শাসিত কেন্দ্র সরকারকে লক্ষ্য করে বিস্ফোরক গেহলট আরও বলেন, “এটি ভয়াবহ মুদ্রাস্ফীতির সময়, আকাশছোঁয়া মুদ্রাস্ফীতি দেশের পরিবারগুলির শিরদাঁড়া ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট। জনগণ কাজ পাচ্ছে না, বেকারত্ব ভয়ঙ্কর আকার ধারণ করেছে”। এর সঙ্গে তিনি নিজের দল কংগ্রেসের কাজের খতিয়ানও দেন। রাজস্থান সরকার ১.৩৫ লাখ চাকরি দিয়েছে এবং ১.২৫ লাখ চাকরি এখন প্রক্রিয়ার মধ্যে রয়েছে বলে দাবি করেন তিনি। এছাড়াও আরও ১ লাখ বেকার কাজ পাওয়ার আশ্বাস দেন তিনি ।
এছাড়াও তাঁর অভিযোগ বিজেপি মহাত্মা গান্ধি, জওহরলাল নেহেরু, সর্দার প্যাটেল, মৌলানা আজাদ যারা দেশের স্বাধীনতা সংগ্রামে আত্মত্যাগ করেছিলেন তাদের ভুলে যাওয়ার চেষ্টা করছে এবং সংবিধানকে টুকরো টুকরো করা হচ্ছে এবং দেশের গণতন্ত্রও হুমকির মুখে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেসের রাজস্থান ইউনিটের প্রধান সভাপতি গোবিন্দ সিং দোতাসরা এবং অন্যান্য নেতা ও বিধায়করা।
সূত্র- দ্য প্রিন্ট
মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব ভারতবাসীর মেরুদণ্ড ভেঙে দিয়েছে, কেন্দ্রকে তোপ গেহলটের

মতামত দিন