গোয়ার বেকারত্ব ইস্যুতে সে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের পদত্যাগ দাবি করলেন ফরওয়ার্ড পার্টির সভাপতি বিজয় সরদেশাই। তাঁর বক্তব্য, গোয়ায় বেকারত্বের হার ২০২১ – ২২ সালে ১০.৫ শতাংশ হারে দেশের তৃতীয় সর্বোচ্চ স্থানে রয়েছে।
বিজয় সরদেশাই জানান, নীতি আয়োগের পরিসংখ্যান অনুযায়ী ২০২২ – ২৩ এর রাজস্ব ঘাটতি ৩.৫ শতাংশ যা অর্থ কমিশনের নির্ধারিত সীমার চেয়ে বেশি। তিনি আরও জানান যে গোয়া বাজেটে যা প্রতিশ্রুতি দেওয়া হয় তার চেয়ে কম ব্যয় করা হয়। কৃষিকাজে ও মাছের চাষে উৎপাদন কম হচ্ছে। গোয়া সরকার নিয়মিত দু’বার করে ঋণ নেয় তারপরও নতুন স্কুল খোলার পরিবর্তে পুরানো স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। হাসপাতাল, স্কুল, কলেজগুলোর পরিকাঠামোয় উন্নতি হচ্ছে না। এই নীতি সম্পূর্ণ ব্যর্থ।
সূত্র – দ্য প্রিন্ট
ইস্যু বেকারত্ব: গোয়ার মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন ফরোয়ার্ড পার্টির সভাপতি

মতামত দিন