নিজস্ব সংবাদদাতা: লকডাউন পরবর্তী অবস্থা ও আসন্ন অর্থনৈতিক সংকটের আশঙ্কায় তথ্য-প্রযুক্তি ও তথ্য-প্রযুক্তি সহায়ক ক্ষেত্রে ভয়ঙ্কর ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়েছে। আইটি সংস্থাগুলি এই ছাঁটাই-এর বাইরে নয়। এমনই তথ্য উঠে এসেছে আইটি এবং আইটিএস ক্ষেত্রের কর্মীদের এক সম্মেলনের আলোচনায়।
দেশের কর্মসংস্থানের অভাব, বেকারত্বের বাজারে এই ছাঁটাই অত্যন্ত উদ্বেগের বলেই মনে করছে বিভিন্ন আইটি সংস্থাগুলি।
গত মাসে সেক্টর ৫-এ ‘এভারিকা’ নামক একটি কোম্পানি ১ দিনের নোটিসে তাদের অপারেশন বন্ধ করার কারণে প্রায় ১৭৮ জন চাকরি হারিয়েছেন। অন্যদিকে, উইপ্রো তাদের নিজেদের চুক্তি লঙ্ঘন করে নতুন কর্মচারীদের বেতন ৫০ শতাংশ কমিয়ে দিয়েছে। এমনি অনেক তথ্য উঠে আসে সম্মেলনের আলোচনায়।
ছাঁটাই নিয়ে শঙ্কা তথ্য-প্রযুক্তি জগতে

মতামত দিন