শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির ছায়া এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ২০২০ সালের গ্রুপ-সি এবং গ্রুপ-ডি নিয়োগ বাতিল করল যাদবপুর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২০ সালের ডিসেম্বর মাসে এবং তারপর ২০২১-এর জানুয়ারি মাসে পরীক্ষা নেওয়া হয় । প্রায় ৩৫ হাজার জন আবেদনকারী পরীক্ষায় বসেছিলেন। কিন্তু ওই পরীক্ষা বিশ্ববিদ্যালয় নেয়নি। নিয়েছিল একটি এজেন্সি। যদিও ফলাফল প্রকাশের যাবতীয় কাজ শেষ হয়ে গেলেও ফল প্রকাশ এখনও বাকি। বুধবার একজিকিউটিভ কাউন্সিলের বৈঠকে ওই প্যানেল বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে মাথায় হাত চাকরিপ্রার্থীদের।
এক্সিকিউটিভ কাউন্সিলের প্যানেল বাতিলের সিদ্ধান্তে কর্তৃপক্ষের নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগঠনের এক সদস্য গণমাধ্যমে জানান যে এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী, প্রাক্তন ভিসি ও প্রো-ভিসি। তাঁরা দায়িত্ব ছাড়ার পর নিয়োগ সংক্রান্ত কোনো নথি বর্তমান ভিসি অথবা প্রো-ভিসি কে দিয়ে যাননি। এমনকী যে এজেন্সি পরীক্ষা নিয়েছিল তারাও নিয়োগ সংক্রান্ত নথি কর্তৃপক্ষের হাতে তুলে দিতে পারেনি। তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইনি পরামর্শ নিয়ে প্যানেল বাতিলের সিদ্ধান্তে এসেছে।
পাশাপাশি বিশ্ববিদ্যালয় আরও জানিয়েছে, পুরোনো আবেদনকারীরা এ বছর পরীক্ষার জন্য কোনোরকম ফি বাদেই পরীক্ষায় বসতে পারবেন।
সূত্র- ই টিভি ভারত
দুর্নীতির গন্ধে নিয়োগ বাতিল করল যাদবপুর বিশ্ববিদ্যালয়

মতামত দিন