নিজস্ব সংবাদদাতা: রাজ্যে পরিবহণ ক্ষেত্রে চরম অরাজকতা, পরিবহণ শ্রমিকদের অসহনীয় দুরবস্থার প্রতিবাদে বুধবারও রাজ্যের প্রায় প্রতিটি জেলায় পথে নামলেন হাজার হাজার পরিবহণ শ্রমিক। দক্ষিণ ২৪ পরগনা জেলায় কাকদ্বীপ থেকে গড়িয়া পর্যন্ত পরিবহণ শ্রমিকরা জাঠায় শামিল হন। কলকাতায় মূল মিছিলটি হয়েছে ধর্মতলা থেকে শিয়ালদহ পর্যন্ত।
প্রসঙ্গত, সিআইটিইউ অনুমোদিত ওয়েস্টবেঙ্গল রোড ট্রান্সপোর্ট: ওয়ার্কার্স ফেডারেশনের ডাকে দু’দিন ব্যাপী ‘কোচবিহার থেকে কাকদ্বীপ” জাঠা কর্মসূচির এদিনই ছিল শেষ দিন। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় এদিন পরিবহণ শ্রমিকদের জাঠা কর্মসূচি হয়েছে।
রাজ্যজুড়েই পরিবহন কর্মীদের জাঠা

মতামত দিন