নিজস্ব সংবাদদাতা: রুটি রুজির সঙ্কট, মিলছে না শ্রমিক কল্যাণ ভাণ্ডারের প্রাপ্য সহ সামাজিক সুরক্ষার ভাতা। প্রতিকার সহ সাত দ্য লবিতে ঝাড়গ্রাম শহরে সিআইটিইউ বিক্ষোভ মিছিল ও সভা করল। সভায় শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ করে অধিকার পুনরুদ্ধারের সংগ্রামে শামিল হওয়ার আহ্বান জানান শ্রমিকনেতা সোমনাথ ভট্টাচার্য।
গত ১২ বছরে জঙ্গলমহলে উল্লেখযোগ্য ভাবে মজুরি কমেছে। কাজের আকালে বাধ্য হচ্ছেন মজুরিতে কাজ করতে। মূল মজুরি থেকে ৭০- টাকা কমে গিয়ে এখন ১৫০ থেকে ১৫০ টাকায় কাজ করতে হচ্ছে। অসংগঠিত শ্রমিক, নির্মাণকর্মীদের সামাজিক সুরক্ষার উন্নয়ন তহবিলের মজুত টাকা রাজ্য সরকার অন্য হাতে সরিয়ে নেওয়ায় শ্রমিকদের চিকিৎসা, বাড়ির পড়ুয়াদের ভাঙা, নির্মাণ কাজের যন্ত্রপাতি সহ সাইকেল, নির্মাণ ও বিড়ি শিল্পের শ্রমিকদের আবাস প্রকল্প থেকে বছরের পর বছর বঞ্চিত করে রাখার তথ্য দিয়ে শ্রমজীবী মানুষ, খেতমজুর মানুষকে ঐক্যবদ্ধ আন্দোলনে শামিল করার আহ্বান জানান শ্রমিক নেতৃবৃন্দ।
শ্রমিকদের সামাজিক সুরক্ষার ভাতা দেওয়ার দাবি ঝাড়গ্রামের মিছিলে

মতামত দিন