হাওড়া-নয়াদিল্লি লাইনে ধানবাদ ও গোমো স্টেশনের মাঝে এই দুর্ঘটনা ঘটে। সূত্রের খবর সেখানেই হাই টেনশন তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃ্ত্যু হয় ৬ জনের। সূত্রের খবর, ডিআরএম-এর তরফে বলা হয়েছে যে কাজ হচ্ছিল তা দফতরের তরফে জানাছিল না। গোটা বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানানো হয়েছে রেলের তরফে।
সূত্রের খবর, ডিআরএম-এর তরফে জানানো হয়েছে, তিন স্তরে গোটা তদন্ত প্রক্রিয়া চলবে। পুলিশের তরফে তদন্ত করা হবে। তারপরে রেল পুলিশ আলাদা করে তদন্ত করবে। পাশাপাশি সংশ্লিষ্ট দফতরের তরফেও তদন্ত করা হবে।
সূত্র- এবিপি আনন্দ
রেল লাইনে কাজের সময় হাই টেনশন তারে বিদ্যুৎস্পৃষ্ট! মর্মান্তিক মৃত্যু ৬ শ্রমিকের

মতামত দিন