ডিসেম্বরের ১৩ তারিখ থেকে বিহার বিধানসভায় শীতকালীন অধিবেশন শুরু হতে যাচ্ছে। তার মধ্যেই শিক্ষক পদের জন্য চাকরিপ্রার্থীরা বিধানসভা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন। তাঁদের অভিযোগ, তাঁরা আশা করেছিলেন যে শিক্ষক পদে নিয়োগ দ্রুত শুরু হবে। কিন্তু বিহার সরকারের টালবাহানায় আট মাস অতিবাহিত হওয়ার পরেও তা কার্যকর হয়নি।
উল্লেখ্য, বিহারের নীতিশ-তেজস্বী সরকার ক্ষমতায় এসে ২০ লাখ বেকারের চাকরি দেবেন বলে প্রতিশ্রুতি দিলেও তা এখনও কার্যকর হয়নি। এ নিয়ে বিহারের বেকার তরুণ-তরুণীদের মধ্যে যথেষ্ট ক্ষোভ রয়েছে। মূলত সিটেট এবং বিটেট পাস প্রার্থীরা শীতকালীন অধিবেশন চলাকালীন বিহার বিধানসভা ঘেরাও করার হুমকি দিয়েছেন। বিহারের শিক্ষক সমিতির সদস্য সন্তোষ কুমার বলেন, “আমরা উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের কাছে আমাদের বিষয়গুলো বেশ কয়েকবার উত্থাপন করেছি। আমরা পাটনায় বেশ কয়েকবার প্রতিবাদ করেছি এবং পুলিশ আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের ওপর লাঠিচার্জ করেছে।” তবে পরিস্থিতি যা, তাতে সমস্যার দ্রুত নিষ্পত্তি না হলে শিক্ষক পদের জন্য চাকরিপ্রার্থীদের আন্দোলন যে আরও ব্যাপক আকার নেবে এ কথা বলাই বাহুল্য।
সূত্র – বিজনেস স্ট্যান্ডার্ড
বিহার বিধানসভায় বিক্ষোভ দেখাবেন শিক্ষক পদের চাকরিপ্রার্থীরা

মতামত দিন