এভাবে রাস্তায় আর কতো দিন! রাস্তায় বসে থাকতে থাকতে জীবনের আয়ু কমে গেলো! উপলব্ধি চাকরি প্রার্থীদের৷ তাই রাজ্যের শিক্ষাঙ্গনে যোগ্যদের নিয়োগ সমস্যার দ্রুত সমাধানের দাবিতে আজ শুক্রবার রাজ্যের অভিভাবক রাজ্যপাল সি ভি আনন্দ বোসের দ্বারস্থ হতে চলেছেন চাকরি প্রার্থীরা৷
বঞ্চিত ১১টি মঞ্চের চাকরি প্রার্থীরা এবং কর্মরত ন্যাশনাল স্কিলস কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক শিক্ষকেরা একত্রিতভাবে বঞ্চিত চাকরি প্রার্থীদের মহা ঐক্যমঞ্চের তরফে রাজ্যপালের দ্বারস্থ হবেন৷আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে, মহা ঐক্যমঞ্চের ডাকে ধর্মতলার শহীদ মিনারের পাদদেশ থেকে দুপুর দেড়টায় পায়ে হেঁটে রাজভবন অভিযান কর্মসূচি করা হবে। রাজ্যপালের কাছে ডেপুটেশনে হাজির থাকবেন প্রতিটি মঞ্চের ২ জন করে সদস্য৷ সমস্যার সমাধানে অবিলম্বে রাজ্যপালের হস্তক্ষেপের দাবি জানাবেন তাঁরা৷ একই সঙ্গে রাজভবন দ্বারা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করারও আর্জিও তাঁরা রাখবেন রাজ্যপালের কাছে৷
সূত্র- খাস খবর
এভাবে আর রাস্তায় কতদিন, আজ রাজ্যপালের দ্বারস্থ হবেন চাকরি প্রার্থীরা

মতামত দিন