কর্মসংস্থানের দাবিতে পশ্চিমবঙ্গের রাজনীতি উত্তাল। কলকাতার বুকে চাকরিপ্রার্থীদের আন্দোলন চলছে। জেলায় জেলায় ক্ষোভ বাড়ছে বেকার যুবক-যুবতীদের মধ্যে। মঙ্গলবার বাঁকুড়া হেড পোস্ট অফিস থেকে মিছিল করে বাজার ঘুরে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বিক্ষোভ প্রদর্শন করলেন চাকরিপ্রার্থীরা। তাঁদের দাবি, অবিলম্বে ইন্টারভিউয়ের ব্যবস্থা করে নিয়োগ শুরু করতে হবে। বিক্ষোভকারীরা জানান, তাঁরা ২০১৫ সালে আপার প্রাইমারি টেট পরীক্ষায় বসেন এবং ২০১৬ সালে সেই পরীক্ষার ফলাফলে তাঁরা উত্তীর্ণ হন। কিন্তু সরকারের উদাসীনতায় শুধুমাত্র বাঁকুড়া জেলাতেই দেড়শোরও বেশি নিয়োগপ্রার্থীর বয়স নির্দিষ্ট সময়সীমা অতিক্রম করেছে ইতিমধ্যেই। ফলে তাঁরা ইন্টারভিউ থেকে বঞ্চিত হচ্ছেন।
সূত্র – টিভি ৯ বাংলা
বাঁকুড়ায় চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

মতামত দিন