নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানায় টাকার বিনিময়ে ঠিকা শ্রমিকের কাজ পাইয়ে দেওয়া চক্রের তৃণমূল ঘনিষ্ঠ আইএনটিইউসি’র এক নেতাকে গাছে বেঁধে রাখলেন কাজ না পাওয়া যোগ্য প্রার্থীরা। দুর্গাপুর ইস্পাত নগরী বি-জোন ডেভিড এলাকার বাসিন্দা ওই নেতার নাম শান্তনু মুখার্জি।
পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। থানায় গিয়ে ধৃত ‘আইএনটিইউসি’ নেতাকে ছাড়িয়ে আনলেন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি’র জেলা নেতা তথা এএসপি’র আইএনটিটিইউসি ইউনিয়নের সভাপতি প্রভাত চ্যাটার্জি।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে। দুর্গাপুর মেইনগেট এলাকার জনৈক আকাশ পান্ডে অবসরপ্রাপ্ত ঠিকা শ্রমিকের জায়গায় টাকার বিনিময়ে ঠিকা শ্রমিকের চাকরি নিয়ে জেনারেল শিফটে কাজে যোগ দিতে গেলে স্থানীয় কাজ না পাওয়া ক্ষুব্ধ বেকার যুবকরা তাঁকে ঘিরে ধরে গেটপাস কেড়ে নেন।
টাকার বিনিময়ে কাজ দেওয়ায় নেতাকে গাছে বেঁধে রাখলেন যুবকরা

মতামত দিন