নিজস্ব সংবাদদাতা: অতিমারির প্রকোপ, ইউক্রেন যুদ্ধের ধাক্কা, ক্রমাগত সুদের হার বৃদ্ধির কারণে ক্রমশ সংকুচিত হয়ে চলেছে বিশ্ব অর্থনীতি। তারই জেরে গত বছর অক্টোবর থেকে এ পর্যন্ত বিশ্ব জুড়ে চাকরি গেছে ৫ লক্ষ কর্মীর। এদের অধিকাংশই মোটা মাইনের, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের অভিজাত কর্মী। বিশেষজ্ঞদের অভিমত, এটা সবে শুরু। আসল ছাঁটাই পর্ব এখনও বাকি রয়েছে। তার ধাক্কা ভালরকমই লাগবে বিশ্ব অর্থনীতিতে। অক্টোবরে ছাঁটাই পর্ব শুরু হয় বড় বড় প্রযুক্তি কোম্পানি থেকে। এখন সেই ছাঁটাইয়ের ঢেউ ক্রমশ ছড়াচ্ছে। বাদ যাবে না ভারতও।
ধরা যাক, ভিডিও স্ট্রিমিং কোম্পানি ভাইমিও ইনকর্পোরেশনের কথা। ২০২০ সালের এপ্রিলে লকডাউন শুরুর পর থেকে ভাইমিও ভিডিও স্ট্রিমিংয়ের চাহিদা দ্রুতহারে বেড়ে চলে। ফলে, উপভোক্তাদের সাহায্য করতে ও প্রযুক্তিগত পরিকাঠামো গড়ে তুলতে সেই সময় বেড়েছিল বিনিয়োগ। অনেক নতুন কর্মীও নিয়োগ করা হয়েছিল। ৩ বছর পর যখন পৃথিবী স্বাভাবিক হচ্ছে, ভাইমিওর শেয়ারের দাম কমেছে ৯৩ শতাংশ। এই সংস্থা এখন কর্মী ছাঁটাই শুরু করেছে। কর্মী সঙ্কোচন করছে ম্যাকিনসে ও কেপিএমজি। ফেডেক্স কর্পোরেশেন, বোয়িং কোম্পানি মাঝের স্তরের ম্যানেজার ও আমলাদের সংখ্যা কমাচ্ছে। আর ক্রেডিট সুইসের মতো দুর্বল চলে গেছে সমাধিতে। এগুলিও নাকি সবে শুরু।
বিশ্ব জুড়ে ছাঁটাই হবে বড়ো আকারে, আশঙ্কা

মতামত দিন