নিজস্ব প্রতিনিধি: গোন্দলপাড়া জুটমিল খোলা-সহ ২৪ ঘণ্টা জল ও বিদ্যুতের দাবিতে সোমবার ৯টি ইউনিয়নের উদ্যোগে চন্দননগর জ্যোতির মোড়ে জিটি রোড অবরোধ করা হয়। শ্রমিক ইউনিয়নগুলির উদ্যোগে এই অবরোধ কর্মসূচিতে শামিল হয় চন্দননগরের সংযুক্ত নাগরিক কমিটি।
গোন্দলপাড়া জুটমিল গত ১৩ মাস ধরে বন্ধ। কিছুদিনের জন্য জুটমিলটি চালু হলেও ২০২২ সালের ১ জানুয়ারি থেকে বন্ধ হয়ে যায়। মিলের শ্রমিক আবাসনগুলির আলো, জল বন্ধ করে দিয়েছে। এছাড়াও মিলের অবসর নেওয়া কর্মীরা গ্রাচুইটি, পিএফ’র টাকা পাচ্ছেন না। ৪ বছরে ৪২ জন শ্রমিক আত্মহত্যা করেছেন। এছাড়াও বিনা চিকিৎসায় শতাধিক শ্রমিকের মৃত্যু হয়েছে। লেখাপড়া বন্ধ হয়েছে শ্রমিক পরিবারের ছেলেমেয়েদের।
এদিনের অবরোধ প্রায় ২ ঘণ্টা ধরে চলে। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে শ্রমমন্ত্রীর দফতরে ত্রিপাক্ষিক আলোচনার আশ্বাস পেয়ে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন।
জুটমিল খোলার দাবিতে শ্রমিকদের অবরোধ

মতামত দিন