নিজস্ব সংবাদদাতা: অবিলম্বে মিল চালু করা ও শ্রমিকদের বকেয়া মেটানোর দাবিতে বুধবার হাওড়া-আমতা রোড অবরোধ করে বিক্ষোভ দেখালো ভারত জুট মিলের শ্রমিকরা।গেট খোলা থাকলেও মালিকপক্ষের নিজেদের মধ্যে বিবাদের জেরে গত ৩ এপ্রিল থেকে ভারত জুট মিলে কাজ বন্ধ। সঙ্কটে মিলের প্রায় ৪৫০ জন স্থায়ী-অস্থায়ী শ্রমিক। কয়েক বছর ধরে দিনে দু’টি শিফটে কাজ হচ্ছিল। সেই কাজও বন্ধ। মিলের শ্রমিকেরা প্রতিদিন মিলে আসছেন কিন্তু মিল চালু না থাকায় বাড়ি চলে যাচ্ছেন।
বারেবারে শ্রমিকদের পক্ষ থেকে কাজ চালু করার দাবি জানিয়েছেন মিল শ্রমিকেরা। কিন্তু মালিক পক্ষের তরফে মিল চালু করার কোনও সদিচ্ছা নেই বলে অভিযোগ শ্রমিকদের। মার্চ মাস থেকে শ্রমিকদের বেতন মেলেনি। বেতন না পাওয়ায় চরম সঙ্কটে পড়েছেন শ্রমিকরা।
জুট মিলে কাজ চালুর দাবিতে অবরোধ শ্রমিকদের

মতামত দিন