নিজস্ব সংবাদদাতা: চটকলের শ্রমিকরা ভয়াবহ সঙ্কটের সম্মুখীন। তাঁদের সমস্যা সমাধানে কেন্দ্র ও রাজ্যের সরকার উদাসীন। এর বিরুদ্ধে সমস্ত শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ করে আন্দোলনকে তীব্র করতে হবে। সোমবার বিসিএমইউ’র রাজ্য সম্মেলন উপলক্ষে এক সভায় একথা বলেন রাজ্য কমিটির সম্পাদক অনাদি সাহু। জগদ্দলে পূর্বতন পার্টির জোনাল কমিটির দ্বিতলের সভাগৃহে এই সভা হয়।অনাদি সাহু আরও বলেন, চটকল শ্রমিকরা প্রতিদিন মালিকের শোষণ বঞ্চনার শিকার হচ্ছেন। মালিক নিজের খুশিমতো মিলগুলো চালাতে চাইছে।
দাবি জানানো হয়েছে, মিলগুলোতে ৯০ শতাংশ স্থায়ী শ্রমিক ও ২০ শতাংশ স্পেশাল বদলির নিয়ম মানতে হবে। কাজ কর, পয়সা নাও, বাড়ি যাও এই নীতি নিয়ে মিল চালাতে চাইছে মালিক। তৃণমূল ও বিজেপি’র ইউনিয়ন মিল মালিকের দালালি করছে। চটকলগুলোতে ত্রিপাক্ষিক চুক্তি কার্যকর করছে না মিল মালিক। রাজ্য সরকারও উদ্যোগ নিচ্ছে না। মিলগুলোতে ছয়-সাত রকমের মজুরি শ্রমিকদের দেওয়া হচ্ছে। শ্রমকোড চালু করার মধ্য দিয়ে শ্রমিকদের অধিকার কেড়ে নিতে চাইছে। এর বিরুদ্ধে সমস্ত শ্রমিককে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে।
চটকল শ্রমিকদের ঐক্যবদ্ধ করার ডাক

মতামত দিন