বেঙ্গালুরু গ্রামীণ জেলায় অবস্থিত ইয়াজাকি প্রাইভেট লিমিটেডের কর্মীরা সোমবার অভিযোগ করেন যে সংস্থাটি ডিসেম্বরে অন্তত ১৫০ জন কর্মীকে মৌখিকভাবে বরখাস্ত করেছে। বরখাস্ত শ্রমিকদের আরও অভিযোগ, তাঁদের ছাঁটাইয়ের আগে সংস্থাটি থেকে কোনো নোটিস দেওয়া হয়নি। শ্রমিকদের ছাঁটাইয়ের ঘটনাকে সামনে রেখে অল ইন্ডিয়া সেন্ট্রাল কাউন্সিল অফ ট্রেড ইউনিয়ন (AICCTU)-এর নেতৃত্বে ডেপুটি লেবার কমিশনার (DLC)-এর কাছে একটি স্মারকলিপিও পেশ করা হয়। ছাঁটাই হওয়া শ্রমিকরা সোমবার তাঁদের পুনর্বহালের জন্য একটি বিক্ষোভ শুরু করেছেন এবং তাঁদের দাবি মানা না হওয়া পর্যন্ত এই বিক্ষোভ চালিয়ে যাওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ।
উল্লেখ্য, ইয়াজাকি প্রাইভেট লিমিটেডের লক্কেনাহল্লি প্ল্যান্টে ২০০০ কর্মচারী রয়েছেন। সংস্থাটি ১৩ ডিসেম্বর প্রায় ৫০ জন শ্রমিককে বরখাস্ত করেছিল বলে অভিযোগ রয়েছে। যার পরের দিন আরও ১০০ কর্মীকে বরখাস্ত করা হয়। যথারীতি ঐ সংস্থার কর্মীদের মধ্যে চাকরির অনিশ্চয়তার আতঙ্ক রয়েছে। ভারতে বেকার সমস্যার মধ্যে অটোমোবাইল সংস্থাটির এই ছাঁটাইয়ের খবরে যুবক-যুবতীরা হতাশ হবেন এ কথা বলাই বাহুল্য।
সূত্র – সাবরং
কর্ণাটকে নোটিস ছাড়াই অটোমোটিভ সংস্থার ১৫০ জন কর্মীকে ছাঁটাই

মতামত দিন