কর্ণাটক স্টেট কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশন (কেএসসিএ) বুধবার বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে সরকারি নির্মাণ কাজের বকেয়া অর্থ পরিশোধের দাবিতে বিক্ষোভ করল। কেএসসিএ-র সহ-সভাপতি আর মঞ্জুনাথ অভিযোগ করেন যে বিজেপি বিধায়ক জিএইচ থিপ্পারেডি তাঁর থেকে ঘুষ চেয়েছেন। এই নিয়ে একটি অডিও রেকর্ডিং প্রকাশ্যে এসেছে।
কেএসসিএ সভাপতি ডি কেম্পান্না বলেন, গত তিন বছরে প্রায় ২৫ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে। সরকার ৩১ মার্চের মধ্যে যতটা সম্ভব বকেয়া পরিশোধ করার আশ্বাস দিয়েছে। আশ্বাস পূরণ না হলে ঠিকাদাররা কাজ বন্ধ করে দেবেন। ঠিকাদারদের এই আন্দোলনের ফলে বিপাকে পড়েছেন ঠিকা কর্মীরা। তাঁদের রোজগার অনিশ্চিত হয়ে পড়ছে।
সূত্র – দ্য নিউজ মিনিট
কর্ণাটকে বকেয়া পরিশোধের দাবিতে ঠিকাদারদের বিক্ষোভ

মতামত দিন