অবশেষে সরকারি কর্মীদের দাবি মেনে নিতে বাধ্য হল কর্ণাটক রাজ্য সরকার। বুধবার মুখ্যমন্ত্রী সি এম বোম্মাই সরকারি কর্মচারীদের ১৭% বেতন বৃদ্ধির ঘোষণা করেছেন । ১ এপ্রিল থেকে এই নির্দেশ কার্যকর হবে। এই ঘোষণার পর সরকারি কর্মচারীরা তাঁদের আন্দোলন তুলে নেন।
সি এম বোম্মাই জানান যে, ওল্ড পেনশন স্কিমকে পুনরায় কার্যকরী করে তোলার জন্য কমিটি একটি রিপোর্ট জমা করবে। তিনি আরো জানান, সপ্তম বেতন কমিশনের দাবি ইতিপূর্বে লাগু করা হয়েছে এবং এই নিয়ে কর্মচারী সংসদের সঙ্গে আলোচনাও হয়েছে।
মহীশূরের প্রায় ২৭,০০০ কর্মী এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। মহীশূর শহরের পুরসভা অফিসের সামনে আন্দোলনরত কর্মীবৃন্দ বিক্ষোভ প্রদর্শন করেন।
সূত্র – ইন্ডিয়া.কম
কর্ণাটকে আন্দোলন প্রত্যাহার করলেন সরকারি কর্মচারীরা

মতামত দিন