সাত মাস ধরে বেতন বন্ধ। এই অভিযোগে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি কর্মীদের। বন্ধ ফেরি পরিষেবা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ফেরিঘাট চত্বরে। ঘটনাস্থলে যায় খড়দহ থানার পুলিশ। বকেয়া বেতন না মেটানো হলে কর্মবিরতি চলবে বলে জানান ফেরিঘাট কর্মীরা। ফেরিঘাটে টিকিট কাটার ব্যবস্থা নেই, মাঝেমধ্যেই অনেক কর্মীকে বিনা নোটিশে তাড়িয়ে দেওয়া হয়, এরকম একগুচ্ছ অভিযোগ করেছেন ফেরিঘাট কর্মীরা।
এই ফেরিঘাট খড়দহ পুরসভার অন্তর্গত হলেও ফেরিঘাটের সমস্ত কাজকর্ম পরিচালনা করে রিষড়া পুরসভা। কর্মীদের অভিযোগ, রিষড়া পুরসভাকে ও রাজ্য সরকারের বিভিন্ন দফতরে জানানো সত্ত্বেও তাঁরা দীর্ঘদিন বেতন পাচ্ছেন না। তাই আজ থেকে অনির্দিষ্টকালের জন্য ফেরিঘাট বন্ধ করে দিলেন ফেরিঘাটের কর্মীরা।
ফেরিঘাটের এক কর্মী সুশান্ত চট্টোপাধ্যায় বলেন, “আমরা সাত মাস ধরে বেতন পাচ্ছি না। অথচ তার কোনও কারণ নেই। আমরা বিষয়টা পরিবহনমন্ত্রী থেকে শুরু করে স্থানীয় বিধায়ক, পুরসভার চেয়ারম্যানকেও জানিয়েছি। কিন্তু কোনও সুরাহা হয়নি। সে কারণে আমরা ফেরি সার্ভিস বন্ধ রেখেছি। যতদিন না সমস্যা মিটবে ততদিন ফেরি সার্ভিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে”।
সূত্র – এই সময়
বকেয়া বেতনের দাবিতে খড়দহে ফেরিঘাট কর্মীদের বিক্ষোভ

মতামত দিন