সোমবার বাম শাসিত কেরালায় সুইগি কর্মচারীদের ধর্মঘট ১৪ দিনে পড়ল। কোচির সুইগি কর্মীদের দীর্ঘ দিনের দাবি বেতন বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে নিশ্চয়তা। এই দাবিগুলিকে সামনে রেখেই তাঁরা আন্দোলনে নেমেছেন বলে জানা গেছে। কোচির সুইগি কর্মীদের বর্তমানে প্রতি কিলোমিটার ৫ টাকা হারে মজুরি দেওয়া হয়। জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে সুইগি কর্মীদের দাবি, তাঁদের প্রতি কিলোমিটার ৮ টাকা দিতে হবে।
এদিকে অ্যাপ-ভিত্তিক কর্মীদের নিরাপত্তার দাবিতে সুপ্রিম কোর্টে একটি রিট পিটিশন দায়েরের এক বছর পেরিয়ে গেলেও কেন্দ্রীয় সরকার এখনও এই বিষয়ে তার হলফনামা দাখিল করেনি।
কেন্দ্রীয় সরকার এবং সুইগি কর্তৃপক্ষের এই উদাসীনতার ফলে সুইগি কর্মীরা এই ধর্মঘটে শামিল হয়েছেন বলে জানা গেছে। সুইগি কর্মীদের বক্তব্য, তাঁদের দাবির দ্রুত নিষ্পত্তি না করা হলে তাঁরা আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন।
সূত্র- নিউজ লন্ড্রি
কেরালার কোচিতে সুইগি কর্মচারীদের বেতন বৃদ্ধি ও কর্মক্ষেত্রের পরিকাঠামো উন্নতির দাবিতে ধর্মঘট

মতামত দিন