নিজস্ব সংবাদদাতা: মহানগরীর পৌর নিগমের চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের আর্থিক দাবি নিয়ে কলকাতা কর্পোরেশন অভিযানের ডাক দেওয়া হলো। কলকাতা কর্পোরেশনের অসংগঠিত ক্ষেত্রের সমস্ত কর্মীর জন্য মাসিক ২৬ হাজার টাকা ন্যূনতম মজুরি, পিএফ, ইএসআই, গ্র্যাচুইটি সহ স্বাস্থ্য ও অন্যান্য সামাজিক সুরক্ষার দাবিতে আগামী সোমবার কর্পোরেশনের সদর দপ্তরে অভিযান করে মেয়রের কাছে স্মারকলিপি দেবে সিআইটিইউ অনুমোদিত কলকাতা কনট্রাক্টর্স ওয়ার্কার্স ইউনিয়ন এবং কলকাতা জেলা সিকিউরিটি অ্যান্ড অ্যালায়েড সার্ভিসেস ওয়ার্কমেন্স ইউনিয়ন।
একইসঙ্গে ১০০ দিনের কর্মী, মিডডে মিল কর্মী ও কর্পোরেশনের পরিচালনাধীন মিলেনিয়াম পার্কে কর্মরতদের মৌলিক অধিকারগুলিকেও মেয়রের কাছে তুলে ধরবেন সংগঠনের নেতৃবৃন্দ। গত তিন মাস ধরে বেতন পাচ্ছেন না কর্পোরেশনের ৩০০ জন মালি। তাঁদের দাবিও তুলে ধরা হবে বলে জানিয়েছেন সিআইটিইউ নেতৃবৃন্দ।
বকেয়া বেতনের দাবিতে কর্পোরেশন অভিযানের ডাক

মতামত দিন