পেট্রোল এবং ডিজেলের ব্যাপক হারে মূল্যবৃদ্ধি হওয়ায় এবার বিক্ষোভ ছড়িয়ে পড়ল কলকাতায় ক্যাব চালকদের মধ্যে। মঙ্গলবার রাসবিহারী এলাকায় বাম শ্রমিক সংগঠন সিটুর নেতৃত্বে একটি মিছিলে সামিল হলেন কলকাতা শহরের প্রায় কয়েকশো ক্যাবচালক। পাশাপাশি কমিশন বৃদ্ধির দাবিতে কয়েকটি বেসরকারি অ্যাপ ক্যাব সংস্থায় ডেপুটেশন জমা দিলেন তাঁরা।
ক্যাব চালকদের বক্তব্য, পেট্রোল ও ডিজেলের ব্যাপক হারে মূল্যবৃদ্ধির ফলে তাঁদের পক্ষে এসি ক্যাব চালিয়ে জীবনধারণ করা খুবই মুশকিল হয়ে পড়েছে। ক্যাব চালকদের মধ্যে একাংশের অভিযোগ অ্যাপ ক্যাব বুকিং সংস্থাগুলি যাত্রীদের থেকে বেশি পরিমাণ ভাড়া নিলেও তার মধ্যে ৩০ থেকে ৪০ শতাংশ টাকা কমিশন হিসাবে কেটে নেওয়া হয়। যার ফলে লাভের মুখ দেখা খুবই দুষ্কর হয়ে পড়েছে। এছাড়াও ইনসেন্টিভের নাম করে তাঁদের দিয়ে অতিরিক্ত কাজ করিয়ে প্রতারণা করা হচ্ছে। পাশাপাশি বেশিরভাগ সময়ে বড় গাড়ির ক্ষেত্রেও ক্যাবচালকদের ছোট গাড়ির ক্ষেত্রে নির্ধারিত ভাড়া প্রদান করা হচ্ছে বলে অভিযোগ।
সূত্র- নিউজ ১৮ বাংলা
মহানগরে আন্দোলনের পথে অ্যাপ বেসড ক্যাব চালকেরা

মতামত দিন